গত ২২ এপ্রিল সোমবার রাজশাহী আদালত চত্বরে অভিযান পরিচালনা করছিলেন মহানগর গোয়েন্দা পুলিশের (আরএমপি ডিবি) সদস্যরা। অভিযানে জাামায়াত-শিবির সংশ্লিষ্ট কয়েকজনকে গ্রেপ্তার করেন ডিবি পুলিশের ওই অভিযানকারী দল। সে সময় উপস্থিত সাংবাদিকরা গ্রেপ্তারকৃতদের ছবি তুলতে গেলে রাজশাহীর দৈনিক সানশাইন পত্রিকার কোর্ট প্রতিনিধি ও রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের সদস্য শেখ রহমতুল্লাহ, জাতীয় দৈনিক বর্তমান পত্রিকার আজগর আলী সাগর, দোয়েল টিভি’র সুমন নামে তিন সাংবাদিককেও আটক করেন ডিবি পুলিশ। তবে, আটকের কয়েক ঘণ্টা পরে কয়েকটি সাংবাদিক সংগঠন ও স্থানীয় সাংবাদিকদের প্রতিবাদের মুখে গোয়েন্দা পুলিশের এডিসি রুহুল আমিন সাংবাদিকদের সামনে এসে বিষয়টি ভুল বোঝাবুঝি হয়েছে বলে জানান এবং ওই আটক তিন সাংবাদিককে ছেড়ে দেন। তিনি সাংবাদিকদের আটকের ঘটনায় দু:খ প্রকাশও করেন। কিন্তু গতকাল ২৭ এপ্রিল শনিবার রাতে বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরীর সেক্রেটারী ইমাজ উদ্দিন মন্ডলসহ ৯ জন জামায়াতের নেতা কর্মীর নিঃশর্ত মুক্তি চেয়ে পুরো রাজশাহী জুরে পোস্টার সাটিয়ে বেরাচ্ছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগর নেতৃবৃন্দরা। সেই পোষ্টারে গত ২২ এপ্রিল সোমবার রাজশাহী আদালত চত্বরে আটক আমাদের সাংবাদিক ভাইদের নিঃশর্ত মুক্তির দাবিতে রাজশাহী মহানগর গোয়েন্দা শাখা অফিসের সামনে হওয়া প্রতিবাদের দুইটি ছবি ব্যবহার করেছেন তারা যা নিন্দার যোগ্য। আমরা সেইদিন রাজশাহী মহানগর গোয়েন্দা শাখা অফিসের সামনে সরকারি নিবন্ধিত সাংবাদিকদের অধিকার আদায়ের দীর্ঘ ৪৩বছর পুরনো সাংবাদিক সংগঠন জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী বিভাগীয় কমিটি, রাজশাহী মডেল প্রেসক্লাব,রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব,রাজশাহী অনলাইন সাংবাদিক ফোরাম,রাজশাহী ফটো জার্নালিস্ট এসোসিয়েশন এর প্রতিনিধি ও পদ্মা প্রেসক্লাবের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। আমরা সকলেই সাংবাদিক। আমরা কোন রাজনৈতিক দলের অনুসারী না। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। আমাদের অনুমতি ছাড়া বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগর নেতৃবৃন্দরা জামায়াতের নেতা কর্মীর নিঃশর্ত মুক্তি চেয়ে তৈরি করা পোষ্টারে আমাদের ছবি ব্যবহার করেছেন যা নিন্দনীয়। এমন ঘটনার আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
সর্বশেষে আমরা সকলেই দেশের নাগরিক। সে হিসাবে আমাদের সবারই উচিত দেশের প্রচলিত আইন মেনে চলা। এতে আমাদের সবারই মঙ্গল।
মো: নুরে ইসলাম মিলন
সভাপতি
জাতীয় সাংবাদিক সংস্থা
রাজশাহী বিভাগ।
মোবাইল : ০১৭১২-৭৮৭৯৮৫