ঘটনাটি তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছে এফবিআই। সবকিছু বিবেচনায় সাবেক প্রেসিডেন্টকে হত্যার চেষ্টা করা হয়েছে বলে ধারণা সংস্থাটির। খবর বিবিসি।
এদিকে ট্রাম্পের গলফ মাঠে তাঁকে সম্ভাব্য হত্যাচেষ্টার ঘটনায় সন্দেহভাজন বন্দুকধারীর নাম জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো। সিবিএস নিউজের বরাতে বিবিসি বলছে, ৫৮ বছর বয়সী সন্দেহভাজন বন্দুকধারীর নাম রায়ান ওয়েসলি রুথ।
মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস জানায়, রুথ উত্তর ক্যারোলিনা গ্রিনসবোরোর একজন সাবেক নির্মাণকর্মী। তাঁর কোনো সামরিক সংশ্লিষ্টতা নেই। তবে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ইউক্রেন যুদ্ধে অংশ নেওয়ার ইচ্ছার কথা জানিয়েছেন রুথ।
বিবিসি বলছে, ২০০২ থেকে ২০১০ সালের মধ্যে নর্থ ক্যারোলিনায় গোপন অস্ত্র বহন, গ্রেপ্তার এড়ানো, সড়ক দুর্ঘটনা, বাতিল লাইসেন্সে গাড়ি চালানোসহ বেশ কিছু গুরুতর অপরাধের জন্য তাকে দোষী সাব্যস্ত করা হয়েছিল।
২০২৩ সালে নিউইয়র্ক টাইমসকে একটি সাক্ষাৎকার দিয়েছিলেন তিনি। এর আগের বছরে রাশিয়ার অভিযান শুরুর পর মার্কিন স্বেচ্ছাসেবক হিসেবে ইউক্রেনে গিয়েছিলেন রুথ। সে সময় তাঁর কোনো সামরিক অভিজ্ঞতা ছিল না।
রায়ানকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। তিনি কেন একে-৪৭ ঘরানার বন্দুক নিয়ে ঘটনাস্থলে গিয়েছিলেন, তা এখনো জানা যায়নি। তবে উত্তর ক্যারোলিনার গ্রিনসবোরোতে রায়ান রাউথের আগের বাড়িতে সিক্রেট সার্ভিস এবং হোমল্যান্ড সিকিউরিটি এজেন্টরা অভিযান চালিয়েছে বলে জানিয়েছে বিবিসি।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা জানান, নিজ মালিকানাধীন মাঠে গলফ খেলছিলেন ট্রাম্প। তবে মাঠের কাছে ঝোপঝাড়ের মধ্যে লুকিয়ে ছিলেন ওই বন্দুকধারী। ট্রাম্পের নিরাপত্তার দায়িত্বে থাকা সিক্রেট সার্ভিসের সদস্যরা ঝোপের ভেতরে তাঁর বন্দুকের নল দেখতে পেয়ে গুলি চালালে ওই ব্যক্তি বন্দুক ফেলে গাড়িতে করে পালিয়ে যান।
কর্মকর্তারা আরও জানান, প্রত্যক্ষদর্শী একজন ব্যক্তি ওই বন্দুকধারীর গাড়ি ও লাইসেন্স প্লেটের ছবি তুলে রাখলে বিভিন্ন অঙ্গরাজ্যের বিভিন্ন সংস্থার কাছে সেগুলো পাঠিয়ে দেওয়া হয়। সে তথ্যের ভিত্তিতে পাশ্বর্বর্তী মার্টিন এলাকা থেকে গাড়িটিসহ বন্দুকধারীকে আটক করা হয়।
তবে ওই বন্দুকধারী ট্রাম্পকেই গুলি চালিয়েছিলেন কিনা সম্মেলনে তা নিশ্চিত করেননি কর্মকর্তারা। তবে পর পর দুবার ট্রাম্পকে হত্যাচেষ্টা সাবেক এই প্রেসিডেন্টের সুরক্ষা নিয়ে প্রশ্ন তুলেছে।