নিজস্ব প্রতিবেদ
ইসলামী ব্যাংক বাংলাদেশ পি এল সি,এর এজেন্ট আউটলেটে জাতীয় পতাকার অবমানোনা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।সরজমিনে দেখা যায় ইসলামী ব্যাংকের,বানেশ্বর শাখার নিয়ন্ত্রণাধীন “আড়ানী বাজার এজেন্ট আউটলেটে জাতীয় পতাকার অবমাননা করা হয়েছে।তারা জাতীয় শিশু দিবসে সকাল নয়টায় পতাকা উত্তোলন করে
সন্ধ্যায় না নামিয়ে সারা রাত পতাকা রেখে পরের দিন পতাকা নামানো হয়।
জাতীয় পতাকা একটি রাষ্ট্রের ও জাতির সর্বোচ্চ আবেগ ও সম্মানের জায়গা।জাতীয় পতাকা ব্যাবহারের জন্য রাষ্ট্রের নিদৃষ্ট নির্দেশনা ও নিয়মাবলী আছে,কিন্তু ইসলামী ব্যাংকের,বানেশ্বর শাখার এজেন্টদের মধ্যে এই সকল নিয়মের কোন তোয়াক্কা করা হয় না।যেমন গত ১৫ই আগস্ট জাতীয় শোক দিবসে বানেশ্বর শাখার নিয়ন্ত্রণাধীন চারঘাট বাজার এজেন্ট আউটলেট “ডালিম ফার্মেসী” তে ১৪ ই আগস্ট অফিস শেষে পতাকা অর্ধ-নমিত ভাবে উত্তোলন করে চলে যায়। যা পরের দিনের বিভিন্ন মিডিয়ায় প্রকাশিত হয়।কিন্তু তাদের বিরুদ্ধে কোন শাস্তি মূলক ব্যাবস্থা নেওয়া হয় নাই।যার প্ৰতিফলনে তাদের এজেন্টদের মধ্যে সচেতনতা ও জাতীয় পতাকার প্রতি সম্মান এবং শ্রদ্ধার ক্ষেত্রে কোন উন্নয়ণ হয় নি,তা আড়ানী এজেন্টের পতাকা অবমাননার মধ্যে দিয়ে প্রতীয়মান হয়েছে। তাই সচেতন নাগরিক ও মুক্তিযোদ্ধাদের দাবি জেলা প্রশাসন যেন এই বিষয়ে গুরুত্বের সাথে বিবেচনা করেন।একই প্রতিষ্টানের দ্বারা একাধিক বার পতাকা অবমাননার ঘটনা ঘটছে।আর যেন কেউ জাতীয় পতাকাকে অসম্মান করার সাহস না পাই।
আড়ানী বাজার এজেন্ট এম এম ট্রেডিং এর প্রোপাইটার মোঃ মোমিনুজ্জামান এর সাথে মুটো ফোনে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করেন এবং বলেন যে জরুরী মিটিং ডাকা হয়েছে যারা দায়িত্ব অবহেলা করেছে তাদের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।