গোদাগাড়ী প্রতিনিধি :- রাজশাহীর গোদাগাড়ী হেলিপ্যাড মাঠে নাইট মিনি ফুটবল টুর্নামেন্ট-২০২৪ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ঐতিহ্যবাহী সরমংলা হেলিপ্যাড মাঠ প্রাঙ্গণে খেলাটির আয়োজন করা হয়।প্রতি বছরের ন্যায় এ বছরেও ২৩ তম খেলার আয়োজন করেন ইয়াং ড্রাগন মার্শাল আর্ট সেন্টার দি ফাইট স্কুলের গোদাগাড়ী শাখার পরিচালক মামনুর রশীদ মামুন।
১৪ নভেম্বর ( বৃহস্পতিবার ) সন্ধ্যা ৭ টায় খেলাটি অনুষ্ঠিত হয়। ইয়াং ড্রাগন মার্শাল আর্ট সেন্টার দি ফাইট স্কুলের আয়োজনে বেশ জাঁকজমকপূর্ণতায় খেলাটি উপভোগ করেন দর্শক।খেলায় মোট ২ টি দল অংশগ্রহণ করেন। ফাইনাল খেলায় ৩০ মিনিট করে মোট ৬০ মিনিট খেলার সুযোগ পাই।এতে রাতুলস ট্রেডার্সকে পরাজিত করে শুভ একাদশ ১/০ গোলে চ্যাম্পিওন হয় এবং রানার্স আপ এর মর্যাদা লাভ করেন রাতুলস ট্রেডার্স।
পুরস্কার হিসেবে চ্যাম্পিওন দলকে একটি ট্রফি এবং ২৬
হাজার টাকা প্রদান করা হয়। রানার্সআপ দলকে দেওয়া হয় একটি ট্রফি ২১হাজার টাকা।
উল্লেখ্য, খেলা শেষে কাওয়ালি গান এবং বরেন্দ্র অঞ্চলের ঐতিহ্যবাহী গম্ভীরা প্রদর্শিত হয়।
খেলায় ইয়াং ড্রাগন মার্শাল আর্ট সেন্টার দি ফাইট স্কুলের গোদাগাড়ী শাখার পরিচালক মামনুর রশীদ মামুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, (গোদাগাড়ী – তানোর) রাজশাহী -১ এর সাবেক সাংসদ ও জামায়াতে আমীর ( ভারপ্রাপ্ত) অধ্যাপক মুজিবুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ,মাটিকাটা আদর্শ ডিগ্রী কলেজের অধ্যাপক ও রাজশাহী জেলা আমীর আব্দুল খালেক, কুমুরপুর হযরত শাহ আলী কুলি বেগ ( রঃ) আলীম মাদ্রাসার প্রিন্সিপাল মাওঃ আবুল কাশেম , যুব ও ক্রীড়া বিভাগ রাজশাহী জেলার সভাপতি ড. ওবাইদু্ল্লাহ, গোদাগাড়ী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ কামরুজ্জামান, বাংলাদেশ জামায়াতে ইসলামী গোদাগাড়ী পৌর শাখার আমীর মোঃ নুমায়ুন আলী, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মোঃ আনারুল ইসলাম,গোদাগাড়ী পৌরসভার সাবেক প্যানেল মেয়র মোঃ ওবায়দুল্লাহ মাস্টার প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক মুজিবুর রহমান বলেন, ইসলাম ঐ সমস্ত খেলার অনুমোদন দেয় যা স্বাস্থ্যের জন্য উপকারী। নীতি নৈতিকতার মধ্যে থেকে যে খেলা অনুষ্ঠিত হয় সেই খেলাকেই ইসলাম অনুমোদন দেয়।
সবাইকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার আহ্বান জানিয়ে তিনি বক্তব্য শেষ করেন।